Wednesday , December 19 2018
Breaking News

সাকিবের সাথে এমন কি করলো শিখর ধাওয়ান যা এখন ভাইরাল (দেখুন ভিডিও সহ)

বিমানে চেপে বসেছে সানরাইজার্স হায়দরাবাদের ফুল টিম। ভ্রমণের অবসরে একটু ঘুমালে মন্দ হয় না। রশিদ খানেরা বেশ আরাম করেই সিটে হেলান দিয়ে ঘুম দিয়েছেন।

বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান কানে হেডফোন গুঁজে আরামে ঘুম দিয়েছেন। কিন্তু আরামের ঘুম হারাম হয়ে গেল দ্রুতই। আইপিএল দল সানরাইজার্স হায়দরাবাদের বিমানযাত্রার এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল সাইটে।

ভিডিওতে দেখা যাচ্ছে সাকিব আর রশিদ পাশাপাশি আসনে বসে গভীর ঘুমে মগ্ন। এমন সময় উঠে এলেন শিখর ধাওয়ান। তার হাতে কাঠি জাতীয় কিছু একটা। প্রথমে এক সতীর্থর ঘুম ভাঙিয়ে এগিয়ে গেলেন সাকিবের দিকে।

ঘুমন্ত সাকিবের নাকে সেই কাঠি (বা অন্যকিছু) দিয়ে সুড়সুড়ি দিতেই ধরমরিয়ে উঠলেন বিশ্বসেরা অল-রাউন্ডার। তার পাশে তখনও ঘুমাচ্ছেন রশিদ খান। আফগান লেগ স্পিনারের ঘুম হারাম করতেও ছাড়েননি ধাওয়ান।

মজার এই ভিডিওটি দেখে বেশ আনন্দ পাচ্ছেন ক্রিকেটপ্রেমীরা। আইপিএলের চলতি আসরের শুরু থেকেই ব্যাট-বল-ফিল্ডিংয়ে অল-রাউন্ড নৈপূণ্য দেখিয়ে যাচ্ছেন বাংলাদেশের ক্রিকেটের ‘পোস্টার বয়’।

ভিডিও টি দেখুনঃ