Sunday , November 18 2018
Breaking News

ইলিয়াস আলী এখন লণ্ডনে তারেক রহমানের বাসায়!

ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লন্ডনের বাসায় বিএনপি নেতা এম ইলিয়াস আলী হঠাৎ উপস্থিত হয়েছেন। তা ফেসবুকে জানিয়েছেন তারেক রহমানের কন্যা জায়মা রহমান।

জায়মা তার ফেসবুকে লেখেন, “আলহামদুলিল্লাহ এম ইলিয়াস আলী আমাদের মাঝে ফিরত এসেছেন আজকে। তিনি আমাদের বাসায় আছেন।”

গত ছয় বছর আগে হঠাত বিএনপির এই নেতা পালিয়ে দেশ ছাড়েন। তার পরিবার বলেছিল সরকার তাকে গুম করেছে। আসলে সরকারের দুর্নাম করার জন্য হয়তো ইলিয়াস আলীর পালিয়ে বেড়িয়েছেন। তবে কবে নাগাত দেশে ফিরবেন সে বিষয়ে কিছু জানা যায়নি।
সূত্র: ডেইলি শরীয়তপুর