Tuesday , November 13 2018
Breaking News

বাচ্চাদের শুধু ঘুম আসলেই হলো, আরাম তারা নিজেরা খুঁজে নিবে!

অধিকাংশ বাচ্চা এতটাই কর্মতৎপর এবং অনিশ্চিত যে তারা কখন কি করবে কারো ধারণা থাকে না। এই ছোট পাজিরা ঘরের এই মাথা থেকে ঐ মাথা ঘন্টার পর ঘন্টা দৌড়াতে পারে, জিনিসপত্র ওলটপালট করে ফেলতে পারে এবং হঠাৎ বাবা মায়ের চোখের আড়াল হয়ে যেতে পারে। তখন খুঁজে দেখলে দেখা যায় তারা খেলনার ফাঁকে, বিছানার নিচে, সোফার পেছনে আরো নানা রকম অদ্ভুত জায়গায় ঘুমিয়ে আছে।

খেলতে খেলতে ব্যাটারি লো!

বিশ্বাস করেন খেলাধুলা অনেক কষ্টের কাজ!

টিভির সাউন্ড চেক করতে গেসিলো!

জিনিয়াস হওয়া এতো সহজ কাজ না!

যে সকল বাচ্চা রাতে বিছানায় ঘুমায় না, তাদের অবস্থা!

কুকুর আমার সেরা বালিশ!

বাজারের ঝুড়িতে ঘুমানো অন্যতম পছন্দের কাজ!

কি আরামের ঘুম ঘুমাচ্ছে!

একদিনের জন্য যথেষ্ট কাজ হয়েছে!

বিছানার নিচের ভুতেদের সে ভয় পায় না!

সে কিভাবে এই পজিশনে ঘুমাচ্ছে!

কৃষক এবং তার ফসল!

খাবার খেতে খেতে ক্লান্ত!