Tuesday , November 13 2018
Breaking News

হেলিকপ্টারে কোথায় গেলেন চিত্র নায়িকা পপি

ময়মনসিংহে এসেছিলেন দেশের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী ও মডেল সাদিকা পারভিন পপি। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে একটি হেলিকপ্টারে ময়মনসিংহ শহরের সার্কিট হাউজ মাঠে অবতরণ করেন এই অভিনেত্রী।

পরে সি কে ঘোষ রোড আব্দুল্লাহ কমিউনিটি সেন্টারে বসুন্ধরা এলপি গ্যাস কোম্পানির একটি অনুষ্ঠানে যোগ দেন। এরপর বিকালে ময়মনসিংহ ত্যাগ করেন পপি।

ময়মনসিংহে পপি অবস্থানকালে বিপুলসংখ্যক ভক্ত-অনুরাগী তাকে দেখতে আসেন। পপিকে নিয়ে ফেসবুকে সেলফি এবং ছবি তোলারও চেষ্টা করেন অনেকে।

পপিকে বহনকারী হেলিকপ্টারের পাইলট ছিলেন, এ এস এম মুস্তাফিজুল হক। তিনি বসুন্ধরা এয়ার ওয়েজ লি.-এর চিফ অপারেটিং অফিসার। শহরের ৫৯/এ সারদা ঘোষ রোডের বাসিন্দা মরহুম আ্যাডভোকেট নুরুল ইসলামের পুত্র মুস্তাফিজুল হক ময়মনসিংহ জিলা স্কুলের ছাত্র ছিলেন।

এই পাইলট বলেন, ছোটবেলায় স্বপ্ন দেখতাম ব্রহ্মপুত্র নদের ওপর দিয়ে উড়ে যাব। আজ আমার সেই স্বপ্ন পূরণ হয়েছে।