Sunday , December 16 2018
Breaking News

শেষযাত্রায় সাজলেন দেবী

পরনে প্রিয় সোনালী পাড়ের লাল বেনারসী শাড়ি। ঠোঁটে লাল লিপস্টিক। কপালে ছোট লাল টিপ- যেন পুরোপুরি এক অপরূপ দেবী। এই দেবী বলিউডের সদ্য প্রয়াত নায়িকা শ্রীদেবী।

শ্রীদেবীর চিরচেনা রূপের সাথে চারপাশের সবই আছে, শুধু প্রাণোচ্ছল শ্রীদেবীর দেহ আজ নিথর।

শেষকৃত্যানুষ্ঠানের আগে দেবী বেশেই সাজানো হয়েছে বলিউডের ‘চাঁদনি’ খ্যাত শ্রীদেবীকে। দুবাই থেকে মরদেহ আনার পর বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত শ্রীদেবীর লাশ রাখা হয়েছিল মুম্বাইয়ের সেলিব্রেশন স্পোর্টস ক্লাবে।

সেখান থেকে দুপুর দুইটার দিকে শুরু হয় সাদা ফুল দিয়ে সাজানো ট্রাকে শ্রীদেবীর শেষযাত্রা। ভারতীয় সময় সাড়ে তিনটায় ভিলে পার্লে সেবা সমাজ শ্মশানে তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

২৪ ফেব্রুয়ারি দুবাইয়ের এক হোটেল রুমে দুর্ঘটনাবশত বাথটাবে পড়ে গিয়ে মৃত্যু হয় বলিউডের এই নায়িকার।