Monday , December 17 2018
Breaking News

নিহত কেবিন ক্রু নাবিলার মেয়েকে নিয়ে পালিয়েছে কাজের বুয়া

২ বছর বয়সী বাচ্চা মেয়েটির নাম নিষাদ। তার মায়ের নাম নাবিলা। বাবার নাম ইমাম হোসেন।

মা নাবিলা সোমবার নেপালের কাঠমান্ডুতে দুর্ঘটনায় পতীত ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমানে কেবিন ক্রু ছিলেন।

নাবিলার একজন আত্মীয় নাবিলার ফেসবুক ওয়ালে ছবিসহ পোস্ট দিয়ে জানিয়েছেন, দায়িত্ব পালনের জন্য প্রতিদিনের মতো সোমবার বাসায় বুয়ার দায়িত্বে মেয়েকে রেখে বেরিয়ে যান নাবিলা। বিমান দুর্ঘটনার সংবাদ পাওয়ার পর বুয়া মেয়েটিকে নিয়ে বাসা থেকে চলে গিয়েছে।

স্বামী প্রবাসে থাকায় উত্তরা ১৪ নম্বর সেক্টরের বাসায় মেয়েকে নিয়ে থাকতেন নাবিলা।
এ ব্যাপারে উত্তরা পশ্চিম থানায় জিডি হয়েছে।

কেউ মেয়েটির সন্ধান পেলে নিকটস্থ থানায় অথবা ৯৯৯ অথবা নিষাদের বড় চাচা বাবলুর ০১৯১৭৩৩৬৩৪০ নম্বরে বা ০১৭০৬ ০০১৯৫০ এ জানাতে অনুরোধ করা হয়েছে।