Wednesday , October 17 2018
Breaking News

ফের বিয়ে করতে চান কারিনা!

কারিনা কাপুর খান, বলিউডের একজন জনপ্রিয় অভিনেত্রী। তিনি দুইবার জাতীয় পুরস্কার লাভ করেছেন। রিফিউজি চলচ্চিত্রে মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে এই অভিনেত্রীর।

কারিনা ২০০৭ সালে ফিল্মফেয়ার শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার এবং ২০১০ সালে ফিল্মফেয়ার শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী পুরস্কার লাভ করেন।

বিশ্বসুন্দরী মানুসীকে বলিউডের পর্দায় দেখার জন্য অপেক্ষায় আছেন অনেকেই। কিন্তু কবে নাগাদ এই বিশ্বসুন্দরীর দেখা মিলবে বলিউডে তা কেউই নিশ্চিত নন।

এই বিশ্বসুন্দরীকে বিজ্ঞাপনের ভিডিও গুলোতে দেখে অনেকেই ধারণা করছেন তিনি অভিনয়ে, নাচে ছাড়িয়ে যাবেন কারিনা কাপুরের মতো বলিউড সেরা নায়িকাকেও।

সম্প্রতি, এক ভিডিও বিজ্ঞাপনীতে চোখে পড়ে মানুসীকে আর সেখানে তার সাথে দেখা যায় কারিনা কাপুরকেও। সোনার গয়না প্রস্তুতকারী সংস্থার এই বিজ্ঞাপনে দু’জনকে দেখা যাচ্ছে এক বিয়ে বাড়িতে নিজেদের প্লেটে খাবার তুলে নিতে। খেতে খেতে গল্প করছেন দুইজন।

গল্পের বিষয় ‘বিয়ে’! কারিনা জানতে চান কবে বিয়ে করছেন মানুসী? উত্তরে মানুসী এক এক করে ঠিক ভাবে বলছেন বিয়ের বিষয়ে।

এরপর একের পর এক বদল হচ্ছে দৃশ্য। কখনও দেখা যায় মানুসীকে রঙের প্লাবনে আবিল হতে, কখনও বা নাচছেন মেয়ে! যা বলে দিচ্ছে, বলিউডে পা রাখার জন্য প্রস্তুত তিনি!

আর অভিনয়টা তো স্পষ্ট দেখাই যাচ্ছে করিনার সাথে সংলাপ বিনিময়ে। তা এতটাই স্বতস্ফূর্ত যে হার মানিয়েছে কারিনাকেও!

এই ভিডিওর শেষেই কারিনাকে বলতে শোনা যাচ্ছে, ‘তিনি আবার বিয়ে করতে চান’!